softdeft

গাংনীতে সাংবাদিক এ সিদ্দিকী শাহীন এর পিতা আর নেই

গাংনীতে সাংবাদিক এ সিদ্দিকী শাহীন এর পিতা আর নেই

দৈনিক জবাবদিহি পত্রিকার গাংনী প্রতিনিধি সাংবাদিক এ সিদ্দিকী শাহীন এর পিতা বিশিষ্ট দলিল লেখক ও গাংনী বাসস্ট্যান্ডে এস আর মার্কেটের মালিক আব্দুর রহমান মারা গেছেন। বার্ধক্য জনিত কারণে তিনি প্রায়শই অসুস্থ থাকতেন। আজ রোববার (১৩ অক্টোবর) দুপুরে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন এস আর মার্কেটের নিজস্ব বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছলে বিকেল ৩ টা ৪০ মিনিটে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পিতা ছিলেন শেখ ফরজ উল্লাহ মুন্সি। 
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৯ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পরোপকারী, দানশীল ও সাদা মনের মানুষ হিসেবে তাঁর সুনাম রয়েছে। তিনি অধিকাংশ সময় মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। 
উল্লেখ্য, তিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব আলকামা সিদ্দিকী এঁর পিতা। 
গাংনীসহ মেহেরপুর জেলার সকল সাংবাদিক তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

রোববার (১৩ অক্টোবর) বাদ এশা গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। জানাযা শেষে গাংনী  কেন্দ্রীয় গােরস্থানে দাফন সম্পন্ন হবে। এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লী ও আত্মীয়-স্বজনকে জানাযায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের ছেলে এ সিদ্দিকী শাহীন ও পরিবারের সদস্যরা।

Total Page Visits: 75 - Today Page Visits: 4