প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ উৎসবমুখর পরিবেশে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর শ্যামপুর ইউনিয়নেরর গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম জয়নুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আপিল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন শ্যামপুর ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন ।
গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
শাহিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোমর উদ্দিন মাস্টার, সহকারী শিক্ষক এস এম ইকবাল হোসেন সহ শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার ভিত্তি। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে রয়েছেন বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।
উপজেলা/থানা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী, শিক্ষক, ব্যক্তি, প্রতিষ্ঠান কর্মচারী এবং কর্মকর্তাকে পদক ও সনদ প্রদানের মাধ্যমে তাঁদের কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করা। প্রাথমিক শিক্ষার গুণগত ও পরিমাণগত মান উন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সরকার “সবার জন্য শিক্ষ”র গুণগত মানোন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ।
কাজেই প্রাথমিক শিক্ষার সাথে শিশুদের অনুপ্রেরণা যোগানোর জন্য প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
বিদ্যালয়কে শিক্ষার্থীদের নিকট আকর্ষণীয় এবং শিক্ষাক্রমের বিষয়বস্তু আনন্দদায়ক করার পাশাপাশি শিশুদের মেধা, মনন ও শরীর গঠনের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম এবং কাবিং এর উপর গুরত্ব দেওয়া প্রয়োজন। এতে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়ন এবং গুণগত মানোন্নয়ন।