softdeft

ঝিনাইদহ র‌্যাব-৬ এর মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ আটক-১

ঝিনাইদহ র‌্যাব-৬ এর মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ আটক-১

র‌্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি Zero Tolerance নীতি অনুসরনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন হাসপাতাল রোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোম্পানী অধিনায়কের নেত্তৃত্ত্বে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করার নিমিত্তে ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাত ২৩:০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন জীবননগর গ্রামস্থ হাসপাতাল রোড এ সেতু ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মো: শাকিল রহমান(২২), পিতা- মো: লুৎফর রহমান, সাং-শিংনগর, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৩০ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল, ০২টি সিমকার্ড এবং নগদ-৯৩০০/-টাকাসহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা রুজু করা হয়।

Total Page Visits: 683 - Today Page Visits: 4