রাজবাড়ী প্রতিনিধি। রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীর ২টি কাতল মাছ বিক্রি ৪১ হাজার টাকায় বিক্রি হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির দুটি কাতল মাছ ধরা পড়েছে।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, এ বছর ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় পদ্মা ও যমুনা নদীতে এখন বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মা নদীর পানি কমে যাওয়ায় বড় মাছগুলো খাদ্যের সন্ধানে কিনারায় আসলে জেলেরা ধরে ফেলছেন।
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া দুটি কাতল মাছ ৪১ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ দুটির ওজন ৩২ কেজি।
পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের স্থানীয় জেলে হজো চালাকের জালে বুধবার সকালে মাছ দুটি ধরা পড়ে।
মাছ দুটি বিক্রির জন্য সকাল ১০টার দিকে দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় আনেন জেলে হজো চালাক। পরে সেখান থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহাজান শেখ ১৩০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকায় কাতল মাছ দুটি কিনে নেন।
দৌলতদিয়া পদ্মা নদীর ২টি কাতল মাছের দাম ৪১ হাজার টাকা
Total Page Visits: 762 - Today Page Visits: 4