মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে সরকারি নিয়ম লঙ্ঘন করে ইক্ষু থেকে গুড় তৈরির অপরাধে দুই ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিয়াঘাট ও সাহেবনগর
এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
জরিমানা প্রদানকারী ব্যক্তিরা হলো- উপজেলার বালিয়াঘাট গ্রামের হারুন অর রশিদকে গুড়, ইক্ষু, চিনি বা চিনিজাত দ্রব্য (উৎপাদন ও স্থানান্তর) নিয়ন্ত্রণ আদেশ, ২০০৬ এর ৪(৩) ও ৯ নম্বর আদেশে ২০ হাজার টাকা এবং একই অপরাধে সাহেবনগর গ্রামের খলিলুর রহমানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।