softdeft

পল্টন ট্রাজেডি দিবসে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পল্টন ট্রাজেডি দিবসে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২৮ অক্টোবর ২০০৬ ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগ লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত শিবিরের ৬ নেতা কর্মিকে হত্যা করেছিল। একদলীয় শাসনের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেদিন রাজপথে তান্ডব চালায় আওয়ামী লীগ। 

বাংলাদেশ জামায়েত ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৮ অক্টোবর সোমবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমি মাওলানা মাহবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা তাজ উদ্দিন খান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়েতের ইসলামীর সাবেক আমীর আলহাজ্ব ছমির উদ্দিন। মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমাজ কল্যাণ সেক্রেটারি জারজিস হুসাইন, জেলা রাজনীতি সেক্রেটার রুহুল আমিন, তারবিয়াত সেক্রেটারি রফিকুল ইসলাম, জেলা সুরা সদস্য ডাঃ আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর খান জাহান আলী, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন,২০০৬ সালের ২৮ অক্টোবর নিহত আব্বাসের মেজভাই আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে মেহেরপুর কানন সাংস্কৃতিক সংসদের উদ্যোগে হামদে বাবি তা’য়ালা, শহীদি সংগীত এবং থিমসন পরিবেশন করা হয়।
এদিকে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্ক উদ্যানে ২০০৬ সালের ২৮ অক্টোবরের স্থির ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Total Page Visits: 136 - Today Page Visits: 5