softdeft

পায়ে হেঁটে ৭৫ দিনে ৬৪ জেলায় সাইফুল

পায়ে হেঁটে ৭৫ দিনে ৬৪ জেলায় সাইফুল

গত ১৪ জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৬৪ জেলায় হাঁটা শুরু করেন সাইফুল। খেলাধুলার পরিভাষায় যাকে বলে ‘লং ডিসটেনস হাইকিং’।
এক দিনে সর্বোচ্চ হেঁটেছেন ৭১ কিলোমিটার। সেটা ছিল বান্দরবান সদর থেকে কক্সবাজারের চকরিয়া পর্যন্ত। তবে এক দিনে সর্বোচ্চ ১০০ কিলোমিটার হাঁটার রেকর্ড সাইফুল আগেই করেছিলেন। সেটি ছিল ২০২০ সালের ২০ নভেম্বর ঢাকার জিরো পয়েন্ট থেকে কুমিল্লার দেবীদ্বার পর্যন্ত ।
সাইফুলের ৬৪ জেলায় এই হাঁটার উদ্দেশ্য শুধু হাইকিং বা রেকর্ড তৈরি করা নয়। তিনটি বিষয়ে তিনি সচেতনতা তৈরির কাজ করছেন। জীবন বাঁচাতে রক্তদান, প্লাস্টিক ব্যবহারে সতর্কতা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে মানুষকে সচেতন করেছেন চলতি পথে।

দেবীদ্বারের সিরাজুল ইসলাম ও করুণা বেগমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে দ্বিতীয় সাইফুল ইসলাম। জন্ম ১৯৯৫ সালের ২৫ ডিসেম্বর। ঢাকার দনিয়া কলেজ থেকে ভূগোল ও পরিবেশবিজ্ঞানে স্নাতক সাইফুলের হেঁটে হেঁটে ভ্রমণের প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। তার কথায়, ‘হাঁটাহাঁটির অভ্যাস বেড়ে গেছে স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়ার পর। একটু একটু করে হাঁটার দূরত্ব বাড়িয়েছি।’ ২০২০ সালে ৪০ দিনে হেঁটে ১ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন সাইফুল। কুমিল্লা থেকে বাংলাবান্ধা পর্যন্ত এ হাঁটা ছিল বাংলাদেশের সীমান্ত ধরে। এর আগে ২০১৮ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা বান্দরবান থেকে আলীকদম পর্যন্ত ১০০ কিলোমিটার পথ হাইকিং করেন তিনি।

Total Page Visits: 685 - Today Page Visits: 3