মেহেরপুর প্রতিনিধি \ তামাক শিল্পে বৈষম্যমূলক নীতি প্রত্যাহার করে দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষা ও প্রতিযোগিতামূলক বাজার রক্ষাস্বার্থে তামাকে মূল্য নির্ধারণে চাষীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে অনশন কর্মসূচি পালন করছে মেহেরপুরের চাষীরা। মঙ্গলবার সকাল ৯ টায় থেকে ৫ টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করবে চাষীরা।
মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করছে মেহেরপুরের শত শত।
জেলা কনভেনার রাসেলের নেতৃত্বে সকাল থেকে চাষীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবী সম্বলিত ব্যানারফেষ্টুন নিয়ে অনশন কর্মসূচি পালন করছে।
চাষীদের দাবী শতভাগ মালিকানাধীন দেশীয় তামাক কম্পানীর জন্য পৃথক নীতিমালা না থাকায় বিদেশী কম্পানীগুলোর কাছে দেশিয় কম্পানীগুলো জিম্মি হয়ে যাচ্ছে। এতে চাষীরা তামাকের নায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে তামাক উৎপাদন ও ব্যবসা বিদেশী কম্পানী সিন্ডিকেট হয়ে পড়েছে।ফলে, একসময়ের লাভজনক তাকাম চাষ এখন প্রতারণা আর ঝুঁকির কারণ
হয়ে দাঁড়িয়েছে। চাষীরা তামাক উৎপাদন ও বিক্রিকে এই জিম্মিদশা থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং দেশিয় তামাক কম্পানীগুলোর জন্য পৃথক নীতিমালা প্রণয়ের দাবী জানান।
এই সময় বক্তব্য রাখেন তামাক চাষী নেতা রাসেল হোসেন, আকমল উদ্দিন, শাহিদ হোসেন, গোলাম কিবরিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে অনশন কর্মসূচি পালন করছে মেহেরপুরের চাষীরা
Total Page Visits: 923 - Today Page Visits: 4