softdeft

বন্ধুর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কের জেরে ফারুক খুন, আদালতে আসামির স্বীকারোক্তি

বন্ধুর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কের জেরে ফারুক খুন, আদালতে আসামির স্বীকারোক্তি

নিজস্ব্ব প্রতিনিধি। মেহেরপুরে সমাজ সেবা অধিদপ্তরের মাঠকর্মী ফারুক হোসেন হত্যা মামলায় ফারুক হোসেন (৪৮) এক আসামিকে আটক করেছে পুলিশ।
সোমবার তাকে ঢাকার একটি স্থান থেকে আটক করা হয়। পরে বিকালে তাকে মেহেরপুরে ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দী দিয়েছে।
আটক ফারুক হোসেন থানাপাড়ার লতিফ বিশ্বাসের ছেলে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, দুই ফারুক বয়সে সিনিয়র-জুনিয়র হলেও তারা দু’জন বন্ধু ছিলেন। আসামি ফারুক ৭ থেকে ৮ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন যাপন করছিলেন। সে সূত্র ধরে তার স্ত্রীর সাথে নিহত ফারুকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। মাস চারেক আগে ফারুক বিদেশে থেকে ফিলে তাদের সম্পর্কেও বিষয়টি বুঝতে পারে। পরে এ সম্পর্ক থেকে সরে যেতে বলে নিহত ফারুক। সম্পর্ক থেকে সরে না যাওয়া ক্ষুব্ধ হয়ে সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আদালতে স্বীকারোক্তী দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের তাঁতীপাড়ায় মেহেরপুর শহর সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মী ফারুক হোসেন (৩৯) কে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন তার স্ত্রী নাজমা খাতুন বাদি হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ডের রহস্য ও আসামিদের আটকের চেষ্টা চালায়।

Total Page Visits: 867 - Today Page Visits: 4