softdeft

বারাদি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই গরীবের বন্ধু আরমান আলী কে

বারাদি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই গরীবের বন্ধু আরমান আলী কে

মেহেরপুর প্রতিনিধি। আরমান আলী দলীয় পরিচয়ে তিনি ১৯৭৩ সাল হতে আওয়ামীলীগের একজন কর্মী। মেম্বর পদে দায়িত্ব পালনের সাল (১) ১৯৯৩ সাল হইতে ১৯৯৭ সাল থেকে ২০১৬ সাল হইতে অদ্যবধি বৃহত্তর পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সফলতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। যার জন্য এলাকার জন্য বার বার নির্বাচিত করে আসছেন। দলীয় ভাবে যারা সমর্থন করেন জেলা, উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতা সহ সকল পর্যায়ের ব্যক্তি বর্গ।
দুস্থ, অসহায়, গরীবের বন্ধু, জম্মলগ্ন থেকে আওয়ামীলীগের একনিষ্ঠ ও নিঃস্বার্থ কর্মী ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত তিন তিন বার পিরোজপুর ইয়নিয়ন পরিষদের নির্বাচিত সহ বর্তমানের ইউপি সদস্য নবগঠিত বারাদী ইউনিয়নের রাজনগর গ্রামের আরমান আলী। ইউনিয়ন সহ সাধারন, অসহায় গ্রামের মানুষ যাকে বন্ধু আরমান মেম্বার হিসাবে চেনে ও জানে। নবগঠিত ইউনিয়নের ভোটার সংখ্যা : ২০১৫০। গ্রামের সংখ্যা ১৫টি। নিজ ওয়ার্ডের জন সংখ্যা ৫৭০০। গ্রাম ও ইউনিয়নের অসহায় মানুষ দুঃখ, কষ্টে যার কাছে ছুটে যান, যার অাশ্রয়ে গরীব দুস্থ ও রুগ্ন মানুষের সেবায় তাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো সেই মানুষটি, তাঁর জীবনের গল্প একটু অন্য ধরনের। শুধু আওয়ামীলীগ করার কারনে ক্লীন হার্টের সময় সেনাবাহিনীর হাতে দীর্ঘ সময় ধরে আটক ও তাদের হাতে নির্যাতিত হয়েও আওয়ামীলীগ ছাড়েননি। এখনও পালন করেন দলীয় সকল অনুষ্ঠান। করোনাকালে তাঁর কল্যানে দুমুঠো খাবার খেয়ে বেঁচেছিল ইউনিয়নের খেটে খাওয়া কাজকর্মহীন বেকার মানুষগুলো।
আবার বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীন মানুষের জন্য বিশেষ প্রকল্প যার একখন্ড জমি আছে ঘর নেই বিত্তবান ব্যাক্তিদের সহযোগিতায় তাদের নিজস্ব অর্থায়নে ঘর করে দেওয়ার যে আহবান জানানো হয়েছিল তাতেও আরমান আলী মেম্বার সাড়া দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে একটি ঘর করে দিয়েছে তিনি।
তাই নবগঠিত বারাদী ইউনিয়নের প্রত্যেক গ্রামের সাধারণ, নিরীহ, দুস্থ আর অসহায় সহায়-সম্বলহীন অসহায় মানুষের আশা নবগঠিত বারাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহন করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে তাদের আশ্রয়স্থল হবেন। তার জন্য ইউনিয়নবাসী মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রার্থনা করছেন।
বিরোধী দলের নিকট নির্যাতনের সময় ২০০১ সালে পার্লামেন্ট ভোট চলাকালীন সময়ে আর্মিদের হাতে নির্যাতন এবং একাধিক মিথ্যা মামলার আসামী হয়েছেন।
করোনাঝালীন নিজ অর্থায়নে অনুদান প্রদান ঃ (১) ৩ বার অনুদান প্রদান (চাল, ডাল, আলু, পিয়াজ, লবন) যার অর্থ ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, জনসংখ্যা ৬০০ পরিবার।
করোনাকালান নিজ অর্থায়নে কৃষি অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি জন চাষীর মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ, যার মূল্য ১,০০,০০০/- টাকা।অনুযায়ী ৫০০ প্রতি জন। শীতকালীন সময়ে দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ ও ১ম অবস্থায় ৭০০ পিচ, যার মূল্য- ২,০০,০০০/- টাকা। ২য় অবস্থায়। ঈদের পূর্ব মুহুর্তে প্রণোদান সুজি, সেমাই, শাড়ী, চিনি, দুধ এবং পোলাও চাল, সংখ্যা- ৬০০ পরিবার, যার মূল্য- ৩,০০,০০০/- টাকা। ৩য় অবস্থায়ঃ মুজিব বর্ষ ও ১৬ই ডিসেম্বর / ২০২০ বিজয়ের মাসে নিজ অর্থায়নে অসহায়, দু গরীব মানুষের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ ১৫০০ খানা।
ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বৎসরেই খেলার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বর্তমানে দায়িত্ব পালনের প্রতিষ্ঠান সমূহের নামঃ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। চেম্বার অব কমার্সের সদস্য। রাজনগর পাবলিক ক্লাবের সভাপতি । রাজনগর দাখিল মাদ্রাসার সভাপতি।রাজনগর জামে মসজিদের সভাপতি । ঈদগাহ ও কবরস্থানের সভাপতি। কমিউনিটি ক্লনিকের সভাপতি।
সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ৯। ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক।
মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি এক খন্ড জমি আছে ঘর নেই সচিব মহোদয় থেকে শুরু বিত্তবান ব্যক্তিদের ঘর উপহার দেওয়ার মেহেরপুর জেলার একজন সদস্য, আর প্রতিশ্রুতি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়কে দেওয়া হয়েছে। তাছাড়া সার্বক্ষনিক সাধারণ জনগণের মাঝে তাদের সুবিধা ও অসুবিধা দেখা এবং গরীব মানুষের সমস্যা সমাধান করা এটাই আমার কর্ম ও পেশা। বাকী জীবন আওয়ামীলীগের পক্ষ থেকে নবগঠিত বারানী ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী।

Total Page Visits: 798 - Today Page Visits: 3