softdeft

বিএনপি-র নীতিই হল দুর্নীতি -জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বিএনপি-র নীতিই হল দুর্নীতি -জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

 

সারাদেশে বিএনপির ইউনিয়ন পর্যায়ে
বিএনপির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী মেহেরপুর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩ টার দিকে শহীদ সামসুজ্জোহা পার্কে আওয়ামীলীগের শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড ইব্রাহিম শাহিন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক এ্যাড আ খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, মুজিবনগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এনাম হোসেন বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসেম আলী, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হাসান আসিফ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ছহিউদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি এস এম আল রাতুল, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নীতিই হলো দুর্নীতি। বিএনপি ক্ষমতাই থাকলে শুধূ লুটপাট করতে যানে। তারা এতিমের টাকা আত্মসাত করে, হাওয়া ভবন ও খাওয়া ভবন তৈরি করে। বিএনপি ক্ষমতাই থাকা অবস্থায় দেশে যে হাহাকার হয়েছে সেটি মানুষ দেখেছে

Total Page Visits: 231 - Today Page Visits: 3