আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি/ ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, বাংলা ৮ ফাল্গুন ১৩৫৮ সনে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রদের ওপর পুলিশের নির্মম গুলিবর্ষণে ওই তরুণেরা শহীদ হন। সে কথা ভোলার নয়। এই দিনটি জাতীয় শহীদ দিবস হিসেবে আমরা পালন করে থাকি।
প্রতি বছর সারা বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।
২০১০ সালে জাতিসংঘ কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করা হয়। একুশে ফেব্রুয়ারি বাঙালিদের কাছে ভাষা আন্দোলন বিশেষ দিন হিসেবে পৃথিবীব্যাপী সমাদৃত ও গৌরবান্বিত হয়
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার , বক্তব্য রাখেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী শাহীন আক্তার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সামিমুল কবির সহ উপজেলার সকল দপ্তর প্রধান উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের চিত্রাংকন , কবিতা আবৃত্তি, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।