softdeft

মুজিবনগর মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী।

মুজিবনগর মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী।

মুজিবনগর সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সাত দিনব্যাপী চলা এই মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার , বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, ওসি তদন্ত শরিফুল ইসলাম, উপজেলা সাস্থ ও পঃ পঃ কর্মকর্তা ডঃ মোহাম্মদ আসাদুজ্জামান , উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সামিমুল কবির, , উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এহসানুল হাবীব , উপজেলা বি আর ডিবি অফিসার কাউছার আলী , মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম সহ
সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা স্কুল কলেজে, এনজিওসহ সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি চিত্রাংকন কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করি উপজেলার
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদ ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাত দিনব্যাপী চলা এই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২০ টা স্টল মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।
সাতদিন ব্যাপী এই মেলায় প্রতিদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে এসে স্টল প্রদর্শন করানো হয় ।

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে
১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
ক্যাটাগরিভিত্তিক বিজয়ী স্টল ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে।

Total Page Visits: 950 - Today Page Visits: 4