softdeft

মুজিবনগরে দুই বিঘা জমির ফসল কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা

মুজিবনগরে দুই বিঘা জমির ফসল কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ৩ টা জমির ফসল পেঁপে, গম ও কলার কাঁধি রাতের আঁধারে কেঁটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ জানুয়ারী) দিবাগত রাতের কােন এক সময় যতারপুর গ্রামের জাহাঙ্গীর হােসেনের জমিতে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের বটতলার মাঠ, কুঠিবাড়ির মাঠ, মাদ্রাসা পড়ার মাঠে পেঁপেগাছ ও কলাগাছ কেটে তসবাদ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা। পেঁপে বাগানে গমসহ ছিল সাথী ফসল হিসেবে তারও ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের সাথে শত্রুতা এ ধরনের কর্মকান্ড কে স্বাভাবিকভাবে দেখছে না স্থানীয় মাঠের চাষীরা।
বটতলা মাঠে চাষিরা বলেন, এ ধরনের ফসল কেটে তসরুপাত আগে কখনো এই মাঠে ঘটেনি এই প্রথম এ ধরনের ফসলের ক্ষতি করা হয়েছে। একটু ফসল তৈরি করতে কতটা কষ্ট হয় একমাত্র চাষীরাই জানে। সন্তান যেমন লালন পালন করা হয় তেমনি ফসলের যত্ন করে চাষিরা। মানুষের সাথে শত্রুতা থাকতে পারে তাই বলে ফসলের সাথে শত্রুতা করা ঠিক হয়নি। এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদের আইনের আওতায় এনে শাস্তির দেওয়ার দাবি জানালেন জেলা প্রশাসকের কাছে চাষিরা।

ক্ষতিগ্রস্থ জাহাঙ্গীর হােসেন জানান, আমি দীর্ঘ দিন বিদেশে ছিলাম। দেশে এসে কিছু জমি বর্গা নিয়েছি সাথে আমারও কিছু জমিতে চাষাবাদ করি।
আমার ১ বিঘা ১২ কাঁঠা পেঁপে গাছ ও ১৬ কাঁঠা জমির কলার কাঁধি কেটে তছরুপাত করেছে । তার সাথে সাথি ফসল গম ভেঙে তছনছ করা হয়েছে। আমার সাথে কারাের কােন শক্রতা ছিলােনা। তারপরও কেন যে এমন ক্ষতি করলাে বুঝে উঠতে পারছিনা। আজ রবিবার মুজিবনগর থানায় একটি অভিযােগ করার সিদ্ধান্ত নিচ্ছি।

মহাজনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাজমত আলী ক্ষেত কাটার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাঙ্গীর আমার মামাতো ভাই। তার সাথে কারো কোন শত্রুতা নেই। তবে এবার নির্বাচনে সতন্ত্র প্রার্থীর পক্ষে এজেন্ট ছিল। যার কারণে হয়তো তার এধরনের ক্ষতি করেছে। তবে এধরনের ক্ষতি করা ঠিক হয়নি।

মুজিবনগর থানার ওসি উজ্জ্বল দত্ত জানান,ক্ষেত কাটার বিষয়টি শুনেছি। এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযােগ পেলে,তদন্ত করা হবে।

Total Page Visits: 394 - Today Page Visits: 6