softdeft

মুজিবনগরে যুবমহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

মুজিবনগরে যুবমহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

 

বাংলাদেশ সরকারের সাফল্য ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা জনগণের কাছে পৌঁছে দিতে বাগোয়ান ইউনিয়ন যুবমহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আনন্দবাস গ্রামে এ মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি লিপিকা মন্ডল।

প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পত্নী ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা সৈয়দা মোনালিসা ইসলাম।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুত শোভা মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তাহমিনা খাতুন, ইউপি সদস্য বাবুল মল্লিক, সিবাস্তিন মল্লিক ঝড়ু, রাকিব উদ্দিন সহ যুব মহিলা লীগের নেত্রীবৃন্দরা।
এসময় সৈয়দা মোনালিসা ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ও ইস্মার্ট বাংলাদেশ গড়ছেন এবং এই মেহেরপুরের সকল উন্নয়ন করছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মেহেরপুরের উন্নয়নের কাজ করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এছাড়াও মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিবনগর- দর্শনা হাইওয়ে সড়ক নির্মাণ সহ প্রতিটি গ্রামের অলি গলি পাকা সড়ক হয়েছে।
তিনি আরো বলেন আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।
এ সময় যুব মহিলা লীগের হাজারো নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

Total Page Visits: 234 - Today Page Visits: 4