মেহেরপুর পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডি এলজি মৃধা মোঃ জাহিদুল ইসলামকে ২৯ তারিখ থেকে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।
মেহেরপুর পৌরসভার বর্তমান পরিষদের (মেয়র ও কাউন্সিলরদের) পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় আইন অনুযায়ী এ সিদ্ধান্ত দেয় মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচীব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ২৮ মে মেহেরপুর পৌর পরিষদের মেয়াদ পূর্ণ হবে। ফলে ২৯ মে থেকে এ আদেশ কার্যকর করতে হবে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০২২ (সংশোধিত) এর ধারা ৪ অনুযায়ী প্রশাসক নিয়োগ কার্যকর হবে।
প্রসঙ্গত, মেহেরপুর পৌরসভায় আগামি ১৫ জুন নির্বাচনের লক্ষ্যে তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফশীল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে বর্তমান মেয়র মাহফুজুর রহামন রিটন ও সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু মেয়র পদে প্রতিদ্বন্দীতা করছেন।
মেহেরপুর পৌরসভায় প্রশাসক নিয়োগ
Total Page Visits: 735 - Today Page Visits: 2