softdeft

মেহেরপুর-মুজিবনগর মহাসড়কে অবৈধ স্থাপনা অপসারণে অভিযান

মেহেরপুর-মুজিবনগর মহাসড়কে অবৈধ স্থাপনা অপসারণে অভিযান

স্টাফ রিপোর্টার মুজিবনগর : মেহেরপুর-মুজিবনগর মহাসড়কের দুর্ঘটনা হ্রাসের জন্য এসড়কে অবৈধভাবে রাখা ইট, বালু, খোয়া, কাঠ, পাটখড়িসহ অন্যান্য জিনিস অপসারণের জন্য মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এর , নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় চেয়ারম্যান, দারিয়াপুর ইউপি, মুজিবনগর থানার পুলিশ সদ্স্যরা, দারিয়াপুর ও মোনাখালী ইউপি সদস্য, সাংবাদিকবৃন্দ, সকল গ্রামপুলিশ, দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। দীর্ঘ ৪(চার) ঘন্টা ব্যাপী পরিচালিত অভিযানে মেহেরপুর-মুজিবনগর মহাসড়কের মোনাখালী হতে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স অংশে অবৈধভাবে রাখা জিনিসপত্র অপসারণ করা হয়। উল্লেখ্য, এ অভিযান সফল করতে ইতোপূর্বে মেহেরপুর-মুজিবনগর সড়কে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে মাইকিং করা হয় এবং ২৩শে আগস্ট এ দারিয়াপুর ইউনিয়ন পরিষদে ও মোনাখালী ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগ, সকল ইউপি সদস্য এবং গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করা হয়।

Total Page Visits: 1005 - Today Page Visits: 2