মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় কাজিমদ্দীন নামে এক ব্যক্তি আদালতের আদেশ অমান্য করে এবং অন্যর জমি দখল করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। হারুণার রশিদ ও ফারহানা আক্তারের জমি দখল করে। এনিয়ে হারুনার রশিদ ও ফারহানাকে হুমকিও দেয়া হচ্ছে। ফলে নিরাপত্তাহীণতায় ভুগছে তারা।
হারুণার রশিদ ও ফারহানা আক্তার গত ২৯ ডিসেম্বর ডিসেম্বর মেহেরপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সুবিচার চেয়ে একটি মামলা করেছেন উক্ত ক্যাজামকে আসামী করে।
মামলার আরজিতে বলা হয়েছে- গত ২৭ ডিসেম্বর মামলার আসামী ক্যাজাম বহুতল ভবন নির্মানে তাদের .০১১০ শতক জমি দখল করে খোঁড়াখুড়ি শুরু করে। হারুণার রশিদ বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি প্রদান করে। যারফলে তারা আদালতে সুবিচারের জন্য দারস্থ হয়েছেন। আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে মেহেরপুর থানাকে আইন শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। মেহেরপুর থানার এএসআই (নিঃ) মোঃ শাকিল খান ওইদিনই আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এরপরেও ভবন নির্মান কাজ চালিয়ে যাওয়াতে গত ৩ জানুয়ারি হারুনার রশিদ ও ফারহানা আক্তার বাদি হয়ে সিনিয়র সহ: জজ আাদালত মেহেরপুরে দেওয়ানী মামলা দায়ের করেন ভবন নির্মানে নিষেধাজ্ঞা চেয়ে। মামলা নং ৩/২০২২।
বিজ্ঞ আদালত বিবাদী কাজিমুদ্দিনের বিরুদ্ধে ৫ দিনের মধ্যে কারণ দর্শনো আদেশ দেন। বিবাদী নোটিশ পাবার পরেও পেশিশক্তিবলে বাদির দখলীয় সম্পত্তির .০১১০ জমি দখল নিয়ে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন
মেহেরপুর শহরের কাজিমদ্দীন আদালত অমান্য করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে
Total Page Visits: 836 - Today Page Visits: 3