বিএসটিআই থেকে একটি পণ্যের অনুমোদন নিয়ে তৈরী করছেন ১৬টি পণ্য। এ অপরাধে মেহেরপুরের গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামে একটি কারখানায় ডিবির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে কারখানা মালিক আসাদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, আসাদুল ইসলামের কারখানায় ডিটারজেন্ট পাউডার তৈরীর জন্য বিএসটিআই অনুমোদন রয়েছে। এর আড়ালে তিনি তৈরী করছেন টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ডিস ওয়াশ ও ফ্লোর ওয়াশসহ বিভিন্ন প্রকার ক্লিনিং পণ্য। মেহেরপুর জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালায়। এসময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার মাশতুরা আমিনা কারখানা মালিককে ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে দ- ঘোষণা করেন। এসময় ডিবি পুলশের ওসি জুলফিকার আলী, এস আই অজয় কুমার কুন্ডু, এসআই সুলতান মাহমুদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশতুরা আমিনা বলেন, অনুমোদনবিহীন উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে। কারখানা মালিক অনুমোদন নিবেন বলে আর্জি জানিয়েছেন। পুনরায় এ অপরাধ সংঘঠিত হলে তাকে কঠোর সাজা দেওয়া হবে। জরিমানার অর্থ পরিশোধ হলে আসাদুলকে মুক্তি দেওয়া হবে
মেহেরপুরে অনুমোদনহীন ওয়াসিং কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
Total Page Visits: 866 - Today Page Visits: 4