softdeft

মেহেরপুরে অসুস্থ্য ব্যক্তির বাড়িতে গিয়ে গন শুনানি করেন এসিল্যান্ড আবু সাঈদ

মেহেরপুরে অসুস্থ্য ব্যক্তির বাড়িতে গিয়ে গন শুনানি করেন এসিল্যান্ড আবু সাঈদ

মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। গত বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ দিনের শুরু করেন একটি মহতী কাজ দিয়ে, উপস্থিত হন মেহেরপুর শহরের গার্লস স্কুল পাড়ার রুহুল আমিনের বাড়িতে।
দীর্ঘদিনের জট কমাতে অসুস্থ্য রুহুল আমিন গণ শুনানিতে আসতে না পারায় তার বাড়িতে হাজির হয়ে গণ শুনানির আয়োজন করেছেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ।
তিনি জানান, শহরের গার্লস স্কুল পাড়ার বাদী রুহুল আমিন ভূমি অফিসে একটি মিস কেস দাখিল করেন। কিন্তু রুহুল আমিন স্ট্টোক জনিত কারণে বিছানাগত থাকায় মিস কেসটি নিষ্পত্তি করা সম্ভব হচ্ছিল না।
একারণে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ নিজ উদ্যোগে রুহুল আমিনের বাড়িতে এসে গণ শুনানির আয়োজন করেন। এসময় তিনার সাথে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির আব্দুল্লাহ হেল কাফি উপস্থিত ছিলেন।
গণ শুনানি শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ তিনার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিলে ক্ষণিকের মধ্যেই সবার কাছে পৌঁছে যায় এ মহতী উদ্যোগের কথা। প্রশংসায় ভাসতে থাকেন তিনি, মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এ উদ্যোগের কথা।
উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ দীর্ঘদিন ধরে জট কমাতে নানামূখী উদ্যোগ নিয়েছেন। স্বচ্ছতায় তিনার বিকল্প নেই। মেহেরপুরে এই প্রথম কেউ এমন মহতী উদ্যোগ নিয়ে জনসাধারণের হৃদয়ে স্হান করে নিলেন।
তিনার এ উদ্যোগকে সকলেই স্বাগত জানিয়েছেন এবং সব সময় ভুক্তভোগীসহ সকলের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

Total Page Visits: 741 - Today Page Visits: 5