softdeft

মেহেরপুরে ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচনে রিয়াদ মুসা প্যানেল জয়ী

মেহেরপুরে ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচনে রিয়াদ মুসা প্যানেল জয়ী

মেহেরপুর সদর উপজেলা ঈদ ভাঙ্গা মালিক সমিতির ত্রিবার্ষিকী নির্বাচনে সভাপতি বুরহানুল আজিম রিয়াদ এবং সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন।
শুক্রবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খোকন ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য বিজয়ী সদস্যরা হলেন সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সালেকুর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মুহাম্মদ সল্টু, সাংগঠনিক পদে বিজয় হয়েছেন আসাদুজ্জামান জনি, কোষাধক্ষ পদে বিজয় হয়েছেন আবু সেলিম, প্রচার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জাকারিয়া জামু, কার্যনির্বাহী সদস্য হিসেবে বিজয় হয়েছেন মোঃ মিলন শেখ এবং মোঃ সেন্টু।
ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম খোকন, সহকারী নির্বাচন আরিফুল এনাম বকুল, রাহিনুরজ্জামান পলেন, সাইদুর রহমান সাইদ।
ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচনে ৯ টি পদের জন্য রিয়াদ-মুসা প্যানেল এবং বাবলু-লাভলু প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হয়। এই ৯ টি পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করেছেন ১৯ জন প্রার্থী ‌
ভোটার সংখ্যা ছিল ২০০।
উল্লেখ্য, রিয়াদ – মুসা প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বুরহানুল আজিম রিয়াদ ছাতা মার্কা প্রতীকে এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোশাররফ হোসেন ফুটবল মার্কা প্রতীকে। অন্যদিকে বাবলু-লাভলু প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবলু ইসলাম গরুর গাড়ি মার্কা প্রতীকে এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ আলম লাভলু হরিন মার্কা প্রতীকে।

Total Page Visits: 196 - Today Page Visits: 5