মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা আক্রান্তে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন গাংনী উপজেলায়। এ উপজেলায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সদর উপজেলায় ১৩ জন ও মুজিবনগর উপজেলায় ৯ জন মারা গেছেন। বুধবার নাসিমা খাতুন (৪৫) এবং লুশিয়া বেগম (৬০ ) নামের ওই দুই ব্যক্তি মৃত্যুবরণ করেন। গাংনীর শিশির পাড়ার নাসিমা খাতুন এবং মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা লুশিয়া বেগম করোনা আক্রান্তে মারা গেছেন। এক সপ্তাহ ধরে দুজনে করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন।মেহেরপুরে সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ৮৩৭৪ টি, ফলাফল এসেছে ৮২৮১ টি, পজিটিভ রোগীর সংখা ১৫২৪ টি, মৃত্যু হয়ে ৩৭ জনের, সুস্থ হয়েছে ১০১৭ জন, ট্রান্সফার্ড ১০৪ জন। করোনা আক্রান্তে যারা মারা যায় তাদেরকে বাড়িতে পৌছে দেওয়ার দায়িত্ব নিয়েছে মেহেরপুর জেলা সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের তত্বাবোধানে সেচ্ছাসেক হিসেবে কাজ করছেন শহর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইবনে মামুনসহ নেতার্কমীরা।
মেহেরপুরে করোনায় দুজনের মৃত্যু
Total Page Visits: 808 - Today Page Visits: 5