softdeft

মেহেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন

মেহেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি \ রবি ২০২০-২১ মৌসুমে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, পিঁয়াজ ও পরর্বতী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদনের লক্ষ্যে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার মোট ৭ হাজার ৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনার কর্মসূচির উদ্বোধন করেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কৃষি প্রনোদনা কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান।
অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষক স্বপন কুমার খাঁ, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন,আইন বিষয়ক সম্পাদক অ্যাড পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন প্রমূখ। এ সময় সরকারি ও বেসরকারি কর্মকর্তারা ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

Total Page Visits: 937 - Today Page Visits: 8