softdeft

মেহেরপুরে চালকদের দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুরে চালকদের দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনা রোধকল্পে সড়কের প্রচলিত আইন ট্রাফিক সিগন্যাল ও সড়ক সংকেত বিষয়ে সর্তকতা এবং সচেতন মূলক বৃদ্ধির লক্ষ্যে ট্রাক, বাস, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকদের নিরাপদ ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম ও লতিফুন্নেছা লতা।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, মেহেরপুর বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তা জিয়াউদ্দিন বিশ্বাস।
সদর উপজেলা প্রশাসন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় ভ্যান রিক্সা সিএনজি নসিমন ট্রাক্টর বাস ও ট্রাক চালকদের ১২০ জন মহিলা ও পুরুষদের কে প্রশিক্ষণ দেয়া হয়।
এসময় সড়ক দুর্ঘটনায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে সকালে অনেক নিরীহ প্রাণ ঝরে যাচ্ছে। অধিকাংশ চালকদের সড়কের প্রচলিত আইন ট্রাফিক সিগন্যাল বা সংকেত বিষয়ে জ্ঞান অর্জন ও সততার অভাব রয়েছে। চালকদের নিজের এবং অন্যদের জীবনের প্রতি মূল্যবোধের অভাব এর কারণে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

Total Page Visits: 824 - Today Page Visits: 3