মেহেরপুর থানা পুলিশের অভিযানে অজ্ঞাতনামা চোরদের গ্রেফতার পূর্বক আসামীদের সাথে নিয়ে নগদ অর্থ ও চোরাইমাল উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই(নিঃ) সোহরাব হোসেন জানান, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম এর নির্দেশনায় মেহেরপুর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দীন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্স সহ মেহেরপুর থানা ও গাংনী থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামীদের গ্রেফতার পূর্বক আসামীদের স্বীকারোক্তি মতে চোরাইমাল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো রোকনুজ্জামান রোকন (২৮) পিতাঃ মহিনুল আলম
সাং নতুন শেখপাড়া, তাহের ক্লিনিক রোড়। তার নামে মামলা রয়েছে ৩টি। ১- মেহেরপুর থানার মামলা নং ১৯ তাং ১২/০৮/২০২২ ধারা- ৪৫৪/৩৮০ পিসি। ২- মেহেরপুর থানার মামলা নং ২ তাং ০২/০৭/২০২২, ধারা- ৪৫৭/৩৮০ পিসি
৩| মেহেরপুর থানার মামলা নং ৩২ তাং ২২/০৯/২০২১, ধারা- ১৯৭৩ সনের পাসপোর্ট আইনের ১১(গ)
আসামি – আকাশ (২৪), পিতাঃ মৃত ইকবাল খান, সাং- মল্লিকপাড়া ৭ নং ওয়ার্ড। তার নামে
মামলা রয়েছে ০১টি। মেহেরপুর থানার মামলা ০২ তাং ০২/০৭/২০২২, ধারা- ৪৫৭/৩৮০ পিসি।
আসামি – মোঃ আসাদ আলী (২৫), পিতাঃ মোঃ আমিরুল ইসলাম, সাং গোরস্থানপাড়া উভয়
থানা ও জেলা- মেহেরপুর । মামলা ০১টি। মেহেরপুর থানার মামলা ০২ তাং ০২/০৭/২০২২, ধারা- ৪৫৭/৩৮০ পিসি।
আসামি মোঃ রুবেল হোসেন (২৫), পিতাঃ মোহাম্মদ আলী হোসেন, সাং টেংগালা
থানা- গাংনী।
উদ্ধারকৃত মালামালের বিবরন- স্বর্নের দুল ০১(এক) জোড়া , স্বর্ণের বালা ০১(এক) জোড়া
, মোবাইল ০১ টি, নগদ ১৩০০ (তেরশত) টাকা, চুরির কাজে ব্যবহৃত লোহার সাবল।