আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই স্লোগানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অন্যতম একটি বিশেষ উদ্যোগ আশ্রয়ন প্রকল্প। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ঈদের আগেই দেশব্যাপী ঘর পাচ্ছেন ৩২৯০৪টি ভূমিহীন গৃহহীন পরিবার। আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ শতক জমিসহ সেমিপাকা গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। মেহেরপুর সদরে ৪০টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার। প্রকারন্তরে পরিবার- পরিজন নিয়ে ২০০ জন এর সরাসরি সুবিধাভোগী।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল ২০২২ তারিখে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর (৩য় পর্যায়) এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে রবিবার বিকালে মেহেরপুর সদর উপজেলায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
পরে উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর পাচ্ছে ভূমিহীন গৃহহীন পরিবার।
Total Page Visits: 1034 - Today Page Visits: 4