softdeft

মেহেরপুরে বিনা লাভের দোকান

মেহেরপুরে বিনা লাভের দোকান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফেরাতে বিনা লাভে সবজি দোকান পরিচালনা শুরু করেছে মেহেরপুর বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা।

রবিবার সকালে মেহেরপুর পৌরসভার গেটে বিনা লাভে সবজি দোকানের কার্যক্রম শুরু করা হয়। শিক্ষক সাব্বির আহমেদ, ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ হোসেন, আশিক,রাব্বি,তামিম আহমেদ প্রমুখ উপস্থিত থেকে দোকান পরিচালনা করছেন।

সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিনা লাভের সবজি দোকানে ডিম, আলু, পেয়াজ, ঝাক, শাক, কাচা কলা সহ বিভিন্ন সবজি বিক্রয় করা হয়। এতে কাঁচা ঝাল ২৬০ টাকা, পুঁইশাক ১০ টাকা, কলমি সাক ১০ টাকা, পেঁয়াজ ৯০ টাকা করে বিক্রী করা হচ্ছে।

এছাড়াও আলু ৫২, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজিতে এবং প্রতি পিস ডিম ১২ টাকা করে বিক্রি করা হচ্ছে দোকানে। কৃষকের কাছ থেকে সরাসরি কিনে কোন লাভ ছাড়াই এ সকল পণ্য বিক্রি করছে ছাত্ররা। ন্যায্য মূল্যে সবজি সহ অন্যান্য পণ্য পেয়ে খুশি ক্রেতারা।

Total Page Visits: 700 - Today Page Visits: 6