softdeft

মেহেরপুরে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি:

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

মঙ্গলবার ভোরের দিকে বামনপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এর ধারাবাহিকতায় সিরাজগঞ্জ র‍্যাব-১২ অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম নির্দেশনায় গাংনী র‍্যাব ক্যাম্পে মাদক বিরোধী অভিযানে গোপন সাংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর বামনপাড়া মোড়ে অভিযান পরিচালনা করে ২৭ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী হলো মোঃ আশরাফ খান (৪৫), বামনপাড়া স্কুলপাড়ার মৃত সাদের খানের ছেলে।

কোঃ কমাঃ সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‍্যাব-১২, সিপিসি-মেহেরপুর বদ্ধপরিকর। র‍্যাব-১২, সিপিসি-মেহেরপুর’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Total Page Visits: 246 - Today Page Visits: 3