মেহেরপুর প্রতিনিধি: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি.. ভাষার জন্য রক্ত দেওয়ার সে ঋণ কোন দিন ভুলবার নয়। একুশের প্রথম প্রহরে সেই সকল ভাষাশহীদ প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ঢল নামে মেহেপুরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে।
রাত ১১টার পর থেকেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য পার্কে জড়ো হয় রাজনৈতিক, সংগঠনসহ বিভিণ্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির পক্ষে একুশের প্রথম প্রহরে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক।তারপরই জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান , পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম সহ রাজনৈতিক ও বিভিণ্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে জেলা আওয়ামীলীগ, জেলা যুব লীগ, মেহেরপুর জেলা প্রেসক্লাব, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা কৃষকলীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুব মহিলা লীগ, মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজ, মেহেরপুর জেলা সমবায় অফিস, এলজিইডি মেহেরপুর, জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।শ্রদ্ধঞ্জলি নিবেদন করতে মেহেরপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে পার্কে ভিড় জমায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ।