ফোকাস মেহেরপুর । মেহেরপুরে দিনদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার নতুন প্রাপ্ত রিপোর্ট ৬৪ জনের মধ্যে নতুন পজেটিভ সংখ্যা ৩২ জনের করোনা পজিটিভ। এর মধ্যে সদর উপজেলায় ৮ জন, গাংনী উপজেলায় ১৭ জন, মুজিবনগর উপেজেলায় ৭ জন ।সদরের একটি রোগী চুয়াডাঙ্গার। মেহেরপুর জেলায় পজিটিভের সংখ্যা ১৭৯ জন। সদর-৩৮, গাংনী-৮৬, মুজিবনগর -৫৫ জন।এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের। সদর-১০, গাংনী- ১০, মুজিবনগর-৬। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯২৪ জন।সদরে-৫২৫, গাংনী -২৯৫, মুজিবনগর- ১০৪। ট্রান্সফার্ড- ১০০ জন। সর্বমোট নমুনা ৭৭০১টি।সর্বমোট ফলাফল ৭৬১১+ ৬৪টি। সর্বমোট পজিটিভ ১১৯৮+ ৪৩টি
সিভিল সার্জন নাসির উদ্দিন বলেন, সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
গত ১২ই জন করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৩৭ জন। এর মধ্যে সদর ৯ গাংনী ২৩ মুজিবনগর ৫জন।
মেহেরপুরে ৩২ জন করোনা পজিটিভ
Total Page Visits: 841 - Today Page Visits: 2