softdeft

মেহেরপুরের চিকিৎসায় যুক্ত হলো সিটিস্ক্যান মেশিন

মেহেরপুরের চিকিৎসায় যুক্ত হলো সিটিস্ক্যান মেশিন

মেহেরপুরের বেসরকারি চিকিৎসা কেন্দ্র সনো ল্যাব যুক্ত করলো সিটি স্ক্যান মেশিন।

শুক্রবার সকালে সরকারি হাসপাতাল রোডে অবস্থিত সনো ল্যাবের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে স্থাপনের মাধ্যমে এই সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করা হয়। মেহেরপুরে চিকিৎসা ক্ষেত্রে এই প্রথম সিটি স্ক্যান মেশিন স্থাপন হলো।

ডা. জে.পি আগরওয়ালা ও ডা. সম্পা আগরওয়ালা এই ডাক্তার দম্পতি অত্যান্ত স্বল্প পরিসরে বিশ্বকর্মা পূজা আর্চনার মাধ্যমে মেশিনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। করোনাকালীন সময়ের বিবেচনায় সকল ধরনের জমায়েত এড়ানোর জন্যই বড় কোন আনুষ্ঠানিকতা করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন তারা।

সনো ল্যাবে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রোগী দেখছেন। পরীক্ষার জন্য আরো যে সকল মেশিন ব্যবহার হচ্ছে সেগুলোর মধ্যে কালার ড্রপলার, কালার আল্ট্রাসনো, ডিজিটাল এক্স-রে, হরমন এনালাইসিস, সেল কাউন্টার ও ইসিজি মেশিন। ডাক্তার দম্পতির ইচ্ছা মেহেরপুরের চিকিৎসা ক্ষেত্রে শুধুমাত্র বাণিজ্যিক ভাবনায় না থেকে সেবা করার মানুষিকতায় নিজেরা অবদান রাখতে চান।

Total Page Visits: 812 - Today Page Visits: 2