নাছিম হাসান, মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের ঈদগাপাড়ায় গত রাতে একটি বীজের গোডাউনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গোডাউনের মালিক কৃষক মিজানুর রহমান যিনি জানান তাঁর সংরক্ষিত বীজের গোডাউন থেকে প্রায় ৪০ বস্তা শসা ও কলমির বীজ চুরি হয়ে গেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, চোরেরা রাতের কোনো এক সময় তালার ভেতরে রাসায়নিক পদার্থ বা এসিড ঢুকিয়ে তালা খুলে ফেলে এবং ভেতরে প্রবেশ করে মূল্যবান বীজ নিয়ে যায়। চুরির ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
মিজানুর রহমান আরও জানান, তিনি মেহেরপুর সদর থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়াধীন রয়েছেন।
(Visited 46 times, 3 visits today)
Total Page Visits: 70 - Today Page Visits: 6