মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোট বসিয়ে আতাউর রহমান চুন্নু নামের এক ব্যাক্তিকে এক মাসের কারাদন্ডে দিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড বোস পাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।আতাউর রহমান চুন্নু শহরের বোস পাড়ার আব্দুল রহমানের ছেলে। এসময় ব্যথা নাশক ট্যাবলেট রাখার জন্য আতাউর রহমান নামে এক যুবকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
মোবাইল কোট পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম আতাউর রহমান চুন্নুর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে নিষিদ্ধ ব্যথানাশক ট্যাবলেট টাপেন্টা উদ্ধার করা হয়। পরে মোবাইল কোট বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ এর ১ ধারা লঙ্ঘন এর দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী ৪৭ আর্টিলারী রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং ইন্সপেক্টর আবুল হাসান সহ অভিযান পরিচালনার সময় যৌথ বাহিনীর একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।