softdeft

শীতবস্ত্র কম্বল পৌরসভায় গিয়ে নিতে হবে না বাড়িতে পৌঁছে দেব- পৌর মেয়র রিটন

শীতবস্ত্র কম্বল পৌরসভায় গিয়ে নিতে হবে না বাড়িতে পৌঁছে দেব- পৌর মেয়র রিটন

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কালাচাঁদপুরের প্রতিটা বাড়ির মানুষের মাঝে ৮ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

সোমবার বিকালে কালাচাপুর স্কুল মাঠে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মেহেরপুর ও এর আশপাশের অঞ্চল।

তাপমাত্রা কমে যাওয়ায় শুরু হয়েছে মৃদ শৈত্যপ্রবাহ।তাপমাত্রা কমে যাওয়ায় মাঝারি আকারে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সকালে খড়কুটো জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ। সূর্যের দেখা মিলছে সকাল ৯টার পর। সড়কে কমেছে মানুষের চলাচল। তারপরও শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছে নিম্ন আয়ের মানুষ।

কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদ পুরে সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল তুলে দিতে পেরে আমি কিছুটা স্বস্তি বোধ করছি। তিনি আরো বলেন,এই তীব্র শীতে আপনাদের কম্বল ও শীতবস্ত্র নিতে পৌরসভায় যাওয়া লাগবে না। আমি নিজে আপনাদের দুয়ারে আপনাদের উপহার তুলে দিতে এসেছি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, জেলা যুবলীগের সদস্য ইউনুস আলী, সাইদুর রহমান উজ্জল, সুমন হোসেন, মাসুম রেজা, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সহ যুবলীগের নেতাকর্মীরা।

Total Page Visits: 888 - Today Page Visits: 3