২০১২ সালে সম্মেলনের মধ্যে দিয়ে ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রীস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবাল নির্বাচিত হন । তারই ধারাবাহিকতায় ইদ্রীস-হাসান পরিষদ ১০ বছর যাবত ইতালী আওয়ামি লীগের কাযর্করী কমিটি পরিচালনা করে আসছেন। দীর্ঘ বছর পর দক্ষতার সাথে সমগ্র ইতালীতে বিভিন্ন শাখা কমিটি গঠন,দক্ষ নেতৃত্ব তৈরি ও দলকে শক্তিশালী করতে নিরালস ভুমিকা রেখেছে। দলকে সু-সংগঠিত করতে ও নতুন নেতৃত্বে লক্ষে ইতালী আওয়ামী লীগে সম্মেরনের দাবি নেতা কর্মিদের।
নেতা কর্মিদের কাংখিত দাবি পুরনে সু-দক্ষ সভাপতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী ১১ সেপ্টেম্বর ২০২২ইং রোজ রবিবার ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা করেন।
গতকাল রাজধানী রোমের স্থানীয় রেষ্টুরেন্ট এর হল রুমে আযোজিত সাংবাদিক সম্মেলনের সংগঠনের সাধারন সম্পাদক হাসান ইকবাল এর সঞ্চারনায় ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোনায়,উপস্থিত সাংবাদিকদের নানান প্রশ্নের উওর করেন –
নেত্রীবৃন্দ জানান–সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী নেতাকর্মীদের উপস্থিথিতে এ সম্মেলন হবে ঐতিহাসিক সম্মেলন।
তারা আরও বলেন সর্ব ইউরোপের যে কোন দেশের আওয়ামী লীগ কমিটির বৈধতা বা কমিটি অনুমোদনের একতিয়ার রয়েছে একমাত্র সর্ব ইউরোপ আওয়ামী লীগের।তাই বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও সর্ব ইউরোপ আওয়ামী লীগের অনুমোতিতেই ইতালী আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে।
আযোজিত সাংবাদিক সম্মেলনে ইতালী আওয়ামী লীগ মহিলা লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগ,শেখ রাসেল জাতিয় শিশু-কিশোর পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ সহ মুজিব আদর্শে বিশ্বাসী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।