সাতক্ষীরা থানাধীন যশোর-সাতক্ষীরা মহাসড়কের ওয়ারিয়া পূজা মন্ডপের সামনে পাকা রাস্তার উপর থেকে পুলিশের ভূয়া পরিচয় দিয়ে গরু ব্যবসায়ী শেখ আনোয়ারুল ইসলাম(৪৫), পিতা-মৃত শেখ ইউসুফ, সাং-মধুমোল্লারডাঙ্গী, থানা ও জেলা-সাতক্ষীরা ও তার ছেলে রিফাত হোসেনদ্বয়কে তাদের নিকট মাদকদ্রব্য থাকার কথা বলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। অতঃপর তাদেরকে মারপিট করে ও ভয়ভীতি দেখিয়ে তাদের নিকটে থাকা ০৩টি গরু বিক্রির সর্বমোট-২,৭০,০০০/- টাকা ছিনিয়ে নিয়ে ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতির ঘটনায় জড়িতরা একই তারিখ বিকাল ১৬.৪০ টার সময় ঝাউডাঙ্গা বাজার পার হয়ে ফাঁকা রাস্তায় ভিকটিমদ্বয়কে নামিয়ে দেয়ার প্রাক্কালে তাদের ডাক-চিৎকারের সংবাদ পেয়ে জেলা পুলিশের একটি চৌকশ টিম পুলিশ ডাকাত দলের ৫(পাঁচ) জন সদস্যকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট হতে ১। এক জোড়া হ্যান্ডকাফ, ২। নগদ ১৮,০০০/-টাকা, ৩। পুলিশের পোষাক ১ সেট উদ্ধার করা হয়। পরবর্তীতে ইং ২৫/০৭/২০২২ তারিখ রাত ০২.৪৫ টার সময় জেলা পুলিশের আর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা পূর্বক উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামী ডাকাত দলের দলনেতা শরীফ হাসানুল বান্না @ সুমন @ বাবুকে সাতক্ষীরা থানাধীন মাগুরা বৌ-বাজার জনৈক মুজিবুর রহমানের ভাই ভাই সাইকেল স্টোরের সামনে মিলবাজার-কদমতলা পাঁকা রাস্তার উপর থেকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ম্যাগাজিন সংযুক্ত একটি বিদেশী অস্ত্র (পিস্তল), দুই রাউন্ড গুলি, এক জোড়া হ্যান্ডকাফ, পুলিশের পোষাক ১ সেট, নগদ ১৫,০০০/-টাকা, দুইটি মোটর সাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীগণ সকলে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এ থানায় দুটি মামলা রুজু হয়েছে এবং ইতোপূর্বে গ্রেফতারকৃত আসামীগণ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে ছিল।
এরকম স্পর্শকাতর ঘটনায় ডাকাতি মামলা রজু এবং উক্ত মামলার আসামী অস্ত্র ও অন্যান্য মালামাল সহ গ্রেফতার হওয়ায় অদ্য ২৫/০৭/২০২২খ্রিঃ তারিখ বেলা ১২.৩০ ঘটিকার সময় জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), পুলিশ সুপার সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এবং বিস্তারিত তথ্য প্রদান করেন তিনি বলেন অপরাধ করে কেউ পার পাবে না, টিম সাতক্ষীরা সর্বদা সতর্ক আছে।