softdeft

সুপেয় পানি মেটাতে পানির পাইপ বসানোর উদ্বোধন করলেন মেয়র রিটন।

সুপেয় পানি মেটাতে পানির পাইপ বসানোর উদ্বোধন করলেন মেয়র রিটন।

বাংলাদেশে বিশ্বের সর্বাাধিক আর্সেনিক দূষণ আক্রান্ত মানুষের বসবাস । বিশুদ্ধ পানি সব ধরনের মানবাধিকারের ভিত্তি হিসেবে স্বীকৃত।
সবার জন্য উন্নত উৎসের পানি নিশ্চিত করার ক্ষেত্রে মেহেরপুর পৌরসভা অনেক এগিয়ে গেছে। ৯৭ শতাংশের বেশি মানুষের উন্নত উৎসের পানি পাওয়ার সুযোগ আছে।
সুপেয় পানির সংকট মেটাতে মেহেরপুর পৌরসভার উদোগে শহরের ১নং ওয়ার্ডের ভৈরব নদের এলাকায় পানির পাইপ বসানোর উদ্বোধন করলেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার দুপুরে পানযোগ্য পানি দীর্ঘ দিনের সংকট নিরসনে জন্য এলাকায় পানি সরবরাহের জন্য পাইপ লাইনের ব্যবস্থা করেন পৌর মেয়র রিটন।

। এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুর পরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা সর্বদা মেহেরপুর পৌরসভা কাজ করে চলেছে। তারই আলোকে এই এলাকায় দীর্ঘ দিনের পানির লাইন ছিল না। আজকে সেই সংকট নিরসনে পাইপ বসানো হচ্ছে। মেহেরপুর পৌর বাসীর জন্য এর আগে শহরের পন্ডের ঘাটে ১২শ ফিট গভীর থেকে জীবাণুমুক্ত পরিচ্ছন্ন পানযোগ্য পানির তোলা হয়েছে। যেখানে পৌরবাসী ভালো পানি পান করতে পারে। সেই গভীর নলকূপের পানি পান করে পৌরবাসী সুফল পাচ্ছেন । পৌরবাসীদেরকে আমি একটি কথা বলতে চাই আপনারা যারা পানি ব্যবহার করবেন অবশ্যই পানির অপচয় রোধ থেকে বিরত থাকবেন। কারণ পানির অপর নাম জীবন।
এসময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, শাকিল রাব্বি ইভান, সৈয়দ আব্দুল্লাহ হেল বাপ্পি, ওয়াটার সুপার মাসুদ রানা, পৌর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।

Total Page Visits: 964 - Today Page Visits: 5